১২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট সাধারণজ্ঞান
সাধারণজ্ঞান - আন্তর্জাতিক ও প্রসঙ্গ বাংলাদেশ প্রসঙ্গ
৩৭. স্বাধীন বাংলাদেশের পতাকা
প্রথম
উত্তোলিত হয়েছিল ১৯৭১
সালের-
|
ক) ২ মার্চ |
খ) ২৩ মার্চ |
|
গ) ১ মার্চ |
ঘ) ১০ মার্চ |
উত্তর : ক) ২ মার্চ
৩৮. 'গম্ভীরা' বাংলাদেশের কোন্ অঞ্চলের লোকসংগীত?
|
ক) পার্বত্য চট্টগ্রাম |
খ) সিলেট |
|
গ) রাজশাহী |
ঘ) রংপুর |
উত্তর : গ) রাজশাহী
ব্যাখ্যা: চটকা ও ভাওয়াইয়া রংপুর
অঞ্চলের গান
।
৩৯. ঢাকার বিখ্যাত তারা
মসজিদ
তৈরি
করেছিলেন-
|
ক) শায়েস্তা খান |
খ) নবাব সলিমুল্লাহ |
|
গ) মির্জা আহমেদ খানঘ |
ঘ) মির্জা গোলাম পীর |
উত্তর : গ) মির্জা আহমেদ খান
ব্যাখ্যা: অষ্টাদশ শতকের শেষদিকে মির্জা
আহমেদ
খান
মূল
তারা
মসজিদ
নির্মাণ করেছিলেন। ১৯২৬
সালে
আলীজান
বেপারী
নামে
এক
ব্যাবসায়ী তারাকৃতির টাইলস
দ্বারা
মসজিদটি সংস্কার করেন।
৪০. কোন
শাসকের সময়
থেকে সমগ্র
বাংলা ভাষাভাষী
অঞ্চল পরিচিত
হয়ে ওঠে
'বাঙ্গালাহ' নামে?
|
ক) ফকরুদ্দিন
মোবারক শাহ |
খ) শামসুদ্দিন
ইলিয়াস শাহ |
|
গ) আকবর |
ঘ) ঈসা
খান |
উত্তর : খ)
শামসুদ্দিন ইলিয়াস
শাহ
ব্যাখ্যা: শামসুদ্দীন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথন মুসলিম স্বাধীন সুলতান ছিলেন এবং ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেন। ইলিয়াস শাহী বংশ ১৩৪২ সাল থেকে ১৪১৫ সাল পর্যন্ত একটানা ৭৩ বছর ধরে অবিভক্ত বাংলা শাসন করে ১৩৫২ সালে ইলিয়াস শাহ পুরো বাংলা অধিকার করেন।প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে নাম দেন 'বাঙ্গালাহ'। তার উপাধি 'শাহ-ই-বাঙ্গালাহ' বা ‘শাহ-ই-বাঙ্গালিয়ান’। ইলিয়াস শাহ বাংলার রাজধানী গৌড় থেকে পান্ডুয়া নগরীতে স্থানান্তর করেন।
৪১. বাংলাদেশের উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-
|
ক) জামালগঞ্জে |
খ) জকিগঞ্জে |
|
গ) বিজয়পুরে |
ঘ) রাণীগঞ্জে |
উত্তর : ক) জামালগঞ্জে
৪২. বাংলাদেশে
চীনামাটির সন্ধান
পাওয়া গিয়াছে-
|
ক) রাণীগঞ্জে |
খ) বিজয়পুরে |
|
গ) টেকেরহাটে |
ঘ) বাগালীবাজারে |
উত্তর : খ)
বিজয়পুরে
ব্যাখ্যা: বিজয়পুর
নেত্রকোণা জেলায়
অবস্থিত। এছাড়াও
চীনামাটি পাওয়া
গেছে নওগাঁর
পত্নিতলা ও
চট্টগ্রামের পটিয়ায়
।
৪৩. “এখানে
যারা প্রাণ
দিয়েছে
রমনার ঊর্ধ্বমুখী
কৃষ্ণচূড়ার নীচে
সেখানে আমি
কাঁদতে আসিনি”
এর রচয়িতা-
|
ক) জহির
রায়হান |
খ) গাফ্ফার
চৌধুরী |
|
গ) শামসুর
রহমান |
ঘ) মাহবুব
আলম চৌধুরী |
উত্তর : ঘ)
মাহবুব আলম
চৌধুরী
৪৪. মহাস্থানগড়
এক সময়
বাংলার রাজধানী
ছিল, তখন
তার নাম
ছিল-
|
ক) মহাস্থান |
খ) কর্ণসুবর্ণ |
|
গ) পুন্ড্রনগর |
ঘ) রামাবতী |
উত্তর : গ)
পুন্ড্রনগর
পুন্ড্রনগর বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র, এর প্রাচীনত্ব খ্রিস্টপূর্ব চার শতকের বলে ধরে নেওয়া হয়। পুন্ড্রনগরের (গুপ্ত ও গুপ্ত-পরবর্তী যুগে ‘পুন্ড্রবর্ধনপুর’ নামে উল্লিখিত) ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়েছে বগুড়া জেলার মহাস্থান-এ আবিষ্কৃত ধ্বংসাবশেষের সঙ্গে। হিউয়েন ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে পুন্ড্রনগরে এসেছিলেন
৪৫. শহরের
রাস্তায় ট্রাফিক
লাইট যে
ক্রম অনুসারে
জ্বলে তা
হলো-
|
ক) লাল-
সবুজ- হলুদ-
লাল- সবুজ
|
খ) লাল-
হলুদ- সবুজ-
লাল- হলুদ |
|
গ) লাল-
হলুদ- সবুজ-হলুদ- লাল |
ঘ) লাল-
হলুদ- লাল-
সবুজ- হলুদ |
উত্তর : গ)
লাল- হলুদ-
সবুজ-হলুদ-
লাল
৪৬. বিখ্যাত
সাধক শাহসুলতান
বলখির মাজার
অবস্থিত-
|
ক) মহাস্থানে |
খ) শাহাজাদপুরে |
|
গ) নেত্রকোণায় |
ঘ) রামপালে |
উত্তর : ক)
মহাস্থানে
৪৭. ঢাকা
থেকে সারসরি
নোয়াখালী যাওয়ার
আন্তঃ মহানগরী
ট্রেনটির নাম-
|
ক) এগার
সিন্ধুর এক্সপ্রেস |
খ) পারাবত
এক্সপ্রেস |
|
গ) উপকূল
এক্সপ্রেস |
ঘ) সৈকত
এক্সপ্রেস |
উত্তর : গ)
উপকূল এক্সপ্রেস
৪৮. বাংলাদেশের
বৃহত্তম হাওড়-
|
ক) পাথরচাগুলি |
খ) হাইল |
|
গ) চলনবিল |
ঘ) হাকালুকি |
উত্তর : ঘ)
হাকালুকি
৪৯. কেওক্রাডাং-
এর উচ্চতা
কত?
|
ক) ১০১০
মিটার |
খ) ১৫.৩০ মিটার |
|
গ) ১২৩২
মিটার |
ঘ) ১৩৬৪
মিটার |
উত্তর :
ব্যাখ্যাঃ কেওক্রাডাং
এর উচ্চতা
১৯৩০মিটার তাজিং
ডং বা
বিজয়ের উচ্চতা
১২৩১তার।
সূত্র-মাধ্যমিক
ভূগোল ।
৫০. বাংলাদেশের
বার্ষিক চা
উৎপাদনের হচ্ছে
প্রায়-
|
ক) ১৪
কোটি পাউন্ড |
খ) ১৩
কোটি পাউ |
|
গ) ১০.৫০ কোটি
পাউন্ড |
ঘ) ৯.৫০ কোটি পাউন্ড |
উত্তর :
ব্যাখ্যাঃ সদ্য সমাপ্ত ২০২৩ সালে বাংলাদেশে রেকর্ড ১০২ দশমিক ৯২ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। ২০২৪ সালে চায়ের লক্ষ্যমাত্রা ১০৮ মিলিয়ন কেজি ধরা অয়েছে।
৫১. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়-
|
ক) ১০০ বর্গমাইল |
খ) ৯০ বর্গমাইল |
|
গ) ১৬০ বর্গমাইল |
ঘ) ৮০ বর্গমাইল |
উত্তর :
ব্যাখ্যাঃ উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন - এর আয়তন যথাক্রমে ৮২.৬৪ বর্গ কিমি এবং ৪৭.১২ বর্গ কিমি। ঢাকা মেট্রোপলিটন সিটির আয়তন ১৫৩০ বর্গ কিমি।
৫২. একটি
কাঁচা পাটের
গাইটের ওজন-
|
ক) ৩.৫০ মণ |
খ) ২.৫০ মণ |
|
গ) ৪.৫০ মণ |
ঘ) ৫
মণ |
উত্তর : গ)
৪.৫০
মণ
ব্যাখ্যাঃ উৎপাদিত পাটের ৪০% কাঁচা পাট এবং ৫০% তৈরী পণ্য হিসাবে রফতানী করা হয়। একটি কাঁচা
পাটের গাঁইটের ওজন ৪.৫ মণ বা ১৮০ কেজি।
৫৩. গঙ্গানদীর
পানি প্রবাহ
বৃদ্ধির জন্য
বাংলাদেশে প্রস্তাব-
|
ক) নেপালে
জলাধার নির্মান |
খ) গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে
সংযোগ খাল
খনন |
|
গ) বাংলাদেশের
অভ্যন্তরে গঙ্গা
বাঁধ নির্মান |
ঘ) গঙ্গার
শাখা নদীসমূহে
পানি প্রবাহ
বৃদ্ধি |
উত্তর : ক)
নেপালে জলাধার
নির্মান
৫৪. ভারত-বাংলাদেশ যৌথ
নদী কমিশনে
অন্যতম প্রধান
লক্ষ্য-
|
ক) দুদেশের
নদীগুলোর নাব্যতা
বৃদ্ধি |
খ) দুদেশের
নদীগুলোর পলিমাটি
|
|
অপসারণ গ)
বন্যা নিয়ন্ত্রণে
দুদেশের মধ্যে
সহযোগিতা |
ঘ) দুদেশের
নৌ-পরিবহন
ব্যবস্থার উন্নয়ন
|
উত্তর : ক) দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
৫৫. পারস্য
উপসাগরের আঞ্চলিক
জোটের নাম-
|
ক) ও.এ.ইউ |
খ) আরব
লীগ |
|
গ) জি.সি.সি. |
ঘ) ও.এ. এম. |
উত্তর :
ব্যাখ্যা: জিসিসি-এর পূর্ণরূপ হলো
'গলফ কো
অপারেশন কাউন্সিল'। এটি ১৯৮১
সালের ৪
ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত
হয় যার
সদর রিয়াদ।
৫৬. বাস্তিলের
দুর্গের পতন
ঘটেছিল-
|
ক) ১৪
জুলাই ১৭৮৯ |
খ) ৭
জুন ১৭৮৮ |
|
গ) ৫
অক্টোবর ১৭৮৮
|
ঘ) ২৬
আগষ্ট ১৭৮৮ |
উত্তর : ক)
১৪ জুলাই
১৭৮৯
৫৭. কঙ্গো
প্রজাতন্ত্রের বর্তমান
নাম-
|
ক) লিওপোন্ডভিল |
খ) জিম্বাবুয়ে |
|
গ) জিবুতি |
ঘ) জায়ারে |
উত্তর : ঘ)
জায়ারে
ব্যাখ্যা: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি রাষ্ট। আয়তন ২৩ লাখ ৪৫ হাজার ৪০৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা ৮ কোটি। দেশটির নাম পরিবর্তন করে জায়ারে নামকরণ করেন প্রেসিডেন্ট মবুতু। পরবর্তীতে লরা কাবিলা প্রেসিডেন্ট নির্বাচিত হলে ১৭ মে ১৯৯৭ সালে দেশের আগের নাম কঙ্গো প্রজাতন্ত্র বহাল রাখেন। রাজধানীর নাম কিনসাসা। মুদ্রার নাম কঙ্গোনিজ ফ্রাঙ্ক।
৫৮. জেমস
গ্রান্টের মতে,
প্রতিরোধযোগ্য পীড়ায়
বিশ্বে প্রতিদিন
শিশু মৃত্যুর
সংখ্যা-
|
ক) ৪,০০,০০০ |
খ) ৪০,০০০ |
|
গ) ৪৪,০০০ |
ঘ) ৩৪,০০০ |
উত্তর : খ) ৪০,০০০
৫৯. ট্রাফাল্গার
স্কোয়ার' কোন
শহরে অবস্থিত?
|
ক) ওয়াশিংটন |
খ) প্যারিস |
|
ঘ) লন্ডন |
গ) মস্কো |
উত্তর : ঘ)
লন্ডন
৬০. মিসর
সুয়েজখাল জাতীয়করণ
করেছিল-
|
ক) ১৯৫৬
সালে |
খ) ১৯৫৫
সালে |
|
গ) ১৯৫৪
সালে |
ঘ) ১৯৫৩
সালে |
উত্তর : ক)
১৯৫৬ সালে
ব্যাখ্যা: সুয়েজ খাল মিশরের সিনাই
উপদ্বীপের পশ্চিমে অবস্থিত
একটি কৃত্তিম
সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে।
খালটি মিশরীয় সরকারের সম্পত্তি, তবে জুলাই ১৯৫৬ পর্যন্ত ইউরোপীয় অংশীদাররা যাদের বেশিরভাগ ব্রিটিশ এবং ফরাসি মালিক ছিল এবং এটি পরিচালনা করতো, পরবর্তীতে মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসের ১৯৫৬ সালে খালটিত জাতীয়করণ করেন। ১৮৫৮ সালে
ফার্দিনান্দ দে
লেসেপস খালটি নির্মাণের উদ্দেশ্যে
সুয়েজ খাল
কোম্পানি গঠন
করেন। ১৮৫৯
থেকে ১৮৬৯
সাল অর্থাত
১০ বছর
ধরে খালটির
নির্মাণ কাজ
চলে। ১৭
নভেম্বর ১৮৬৯
সালে এটি
আনুষ্ঠানিকভাবে খুলে
দেওয়া হয়।
৬১. শহরের
রাস্তায় ট্রাফিক
পুলিশ সাধারণত
সাদা ছাতা
ও সাদা
জামা ব্যবহার
করে থাকে,
কারণ-
|
ক) সরকারি
নির্দেশ |
খ) দূর
থেকে চোখে
পড়বে বলে |
|
গ) তাপ
বিকিরণ থেকে
বাঁচার জন্য |
ঘ) দেখতে
সুন্দর লাগে |
উত্তর : গ)
তাপ বিকিরণ
থেকে বাঁচার
জন্য
৬২. জাপান
পার্ল হারবার
আক্রমন করে-
|
ক) ৭
ডিসেম্বর, ১৯৪১ |
খ) ২৩
জুন, ১৯৪২ |
|
গ) ৩
নভেম্বর, ১৯৪২
|
ঘ) ২৬
জুলাই, ১৯৪৩ |
উত্তর : ক)
৭ ডিসেম্বর,
১৯৪১
ব্যাখ্যা: পার্ল
হারবার আক্রমণ অপ্রত্যাশিত সামরিক অভিযান যা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী ৭ ডিসেম্বর, ১৯৪১ সালের ভোরে (জাপানের সময়: ৮ ডিসেম্বর, ১৯৪১) হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ-ঘাঁটিতে আক্রমণ চালায়।
৬৩. সৌদি
আরবে আমেরিকান
সৈন্য মোতায়েনের
উদ্দেশ্য-
|
ক) ইরাকের
আক্রমন হতে
সৌদি আরবকে
রক্ষা করা |
গ) স্বল্প
মূল্যে জ্বালানি
তেলের সরবরাহ
নিশ্চত করা |
|
খ) ইরাকের
কুয়েত দখল
অবসান করা |
ঘ) উপরের
সবকটি |
উত্তর : ঘ)
উপরের সবকটি
৬৪.১১
তম এশিয়াড
গেমসের উদ্বোধনী
ও সমাপনী
অনুষ্ঠান যে
স্টেডিয়ামে অনুষ্ঠিত
হয় তার
নাম-
|
ক) পিকিং
স্পোর্টস স্টেডিয়াম |
খ) বেইজিং
স্পোর্টস স্টেডিয়াম |
|
গ) ওয়ার্কার্স
স্পোর্টস স্টেডিয়াম |
ঘ) চায়না
স্পোর্টস স্টেডিয়াম |
উত্তর : গ)
ওয়ার্কার্স স্পোর্টস
স্টেডিয়াম
৬৫. জাতিসংঘে
রাষ্ট্রপতির ভাষণ
অনুযায়ী বাংলাদেশে
শিশু মৃত্যুর
হার কমিয়ে
আনা হয়েছে
প্রতি হাজারে
|
ক) ১৩৭ |
খ) ১২১ |
|
গ) ১১৭ |
ঘ) ১১০ |
উত্তর :
ব্যাখ্যা: ২০২৩ অনুযায়ী ৩৩ জন
৬৬. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
|
ক) দামেস্ক চুক্তি |
খ) আলজিয়ার্স চুক্তি |
|
গ) কায়রো চুক্তি |
ঘ) বৈরুত চুক্তি |
উত্তর : খ) আলজিয়ার্স চুক্তি
৬৭. '৫০০ দিনের প্লান' বলতে বুঝায় যে, এই সময়ের মধ্যে-
|
ক) ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প করা |
খ) রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা |
|
গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা |
ঘ) পূর্ব জার্মানি হতে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা |
উত্তর : গ) সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
৬৮. হাজার হ্রদের দেশ কোনটি?
|
ক) নরওয়ে |
খ) ফিনল্যান্ড |
|
গ) ইন্দোনেশিয়া |
ঘ) জাপান |
উত্তর : খ) ফিনল্যান্ড
ব্যাখ্যা: নিশীত সূর্যের দেশ নরওয়ে, সূর্য উদয়ের দেশ জাপা
ন