১১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট- সাধারণজ্ঞান
বাংলাদেশ প্রসঙ্গ
৩৫. প্রাচীন 'চন্দ্রদ্বীপ' এর বর্তমান নাম-
ক) মালদ্বীপ |
খ) হাতিয়া |
গ) বরিশাল |
ঘ) সন্দ্বীপ |
উত্তর : গ) বরিশাল
ব্যাখ্যাঃ বরিশালের আরো
প্রাচীন নাম
হলো
বাকলা
ও ইসমাইলপুর।
৩৬. মা ও মনি
হলো-
ক) একটি উপন্যাসের নাম |
খ) একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী |
গ) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম |
ঘ) একটি প্রসাধনীর শিল্পের নাম |
উত্তর : গ) একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
৩৭. বি.কে.এস.পি. হলো?
ক) একটি কিশোর ফুটবল টিমের নাম |
খ) একটি সংবাদ সংস্থার নাম |
গ) একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম |
ঘ) একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম |
উত্তর : গ) একটি ক্রীড়া শিক্ষা
সংস্থার নাম
ব্যাখ্যাঃ বি.কে.এস.পি. (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা
প্রতিষ্ঠান) প্রতিষ্ঠিত হয়
ঢাকার
সাভারে
১৯৮৬
সালের
১৪ই
এপ্রিল
।
৩৮. ঔষধ নীতির প্রধান
উদ্দেশ্য হলো-
ক) ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা |
খ) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা |
গ) ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া |
ঘ) বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা |
উত্তর : খ) অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ
প্রস্তুত বন্ধ
করা
৩৯. কোন জেলা তুলা
চাষের
জন্য
সবচেয়ে বেশি
উপযোগী?
ক) রংপুর |
খ) ফরিদপুর |
গ) রাজশাহী |
ঘ) যশোর |
উত্তর : ঘ) যশোর
৪০. ইউরিয়া সারের কাঁচামাল-
ক) অপরিশোধিত তেল |
খ) মিথেন গ্যাস |
গ) এমোনিয়া |
ঘ) ক্লিংকার |
উত্তর : খ) মিথেন গ্যাস
৪১. বাসস একটি-
ক) খবরের কাগজের নাম |
খ) একটি প্রেস ক্লাবের নাম |
গ) একটি সংবাদ সংস্থার নাম |
ঘ) একটি বিদেশী কোম্পানির নাম |
উত্তর : গ) একটি সংবাদ সংস্থার নাম
ব্যাখ্যাঃ বাংলাদেশের প্রধান
সংবাদ
সংস্থার নাম
বাসস
যার
পূর্ণ
রূপ
বাংলাদেশ সংবাদ
সংস্থা।
৪২. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস
পালিত
হয়-
ক) ২৬ মার্চ |
খ) ২১ ফেব্রুয়ারি |
গ) ১৬ ডিসেম্বর |
ঘ) ১৪ ডিসেম্বর |
উত্তর : ঘ) ১৪ ডিসেম্বর
ব্যাখ্যাঃ ২৬ মার্চ
জাতীয়
দিবস,
২১
ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস,
১৬
ডিসেম্বর বিজয়
দিবস।
৪৩. বাংলাদেশের কোন্ বনভূমি
শালবৃক্ষের জন্য
বিখ্যাত?
ক) ভাওয়াল ও মধুপুরের বনভূমি |
খ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি |
গ) সিলেটের বনভূমি |
ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি |
উত্তর : ক) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
৪৪. চীন-বাংলাদেশ মৈত্রী
সেতু-১ নির্মানের প্রধান
উদ্দেশ্য-
ক) ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা |
খ) দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা |
গ) ঢাকা আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো |
ঘ) বাংলাদেশ-চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করা |
উত্তর : খ) দেশের
দক্ষিণ
অঞ্চলের সঙ্গে
ঢাকার
পরিবহন
ব্যবস্থা উন্নত
করা
ব্যাখ্যাঃ বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে আজ পর্যন্ত চীন সরকার চায়নাএইড কাঠামোর আওতায় বাংলাদেশে ৮ সেতু নির্মাণ করেছে। সর্বশেষ চীনের অর্থায়নে পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত হয়েছে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু।বুড়িগঙ্গা সেতু হলো বাংলাদেশ ও চীন যৌথভাবে তৈরি প্রথম সেতু। সেতুটি ৭২৫ মিটার দীর্ঘ ,সেতুটি নির্মাণ শুরু হয় ৮০-এর দশকে এবং শেষ হয় ১৯৮৯ সালে। ঐ বছর সেতুর উদ্বোধন হয়।
৪৫. বাংলাদেশের জাতীয় পতাকার
মাপের
অনুপাত
কি?
ক) ১০ : ৬ |
খ) ১১ : ৭ |
গ) ৯ : ৫ |
ঘ) ১২ : ৬ |
উত্তর : ক) ১০ : ৬
ব্যাখ্যা: পতাকার দৈর্ঘ্য ১০ ফুট হলে প্রস্থ হবে ৬ ফুট, লাল বৃত্তের ব্যাসার্ধ হবে ২ ফুট, পতাকার দৈর্ঘ্যের সাড়ে ৪ ফুট ওপরে প্রস্থের মাঝ বরাবর অঙ্কিত আনুপাতিক রেখার ছেদ বিন্দু হবে লাল বৃত্তের কেন্দ্রবিন্দু।
৪৬. বাংলাদেশের বৃহত্তম নদী
কোনটি?
ক) যমুনা |
খ) পদ্মা |
গ) ব্রহ্মপুত্র |
ঘ) মেঘনা |
উত্তর : গ) ব্রহ্মপুত্র
ব্যাখ্যাঃ ব্রহ্মপুত্র না
থাকলে
সুরমা
হবে।
৪৭. হরিপুরে তেল আবিষ্কার হয়-
ক) ১৯৮৫ সালে |
খ) ১৯৮৬ সালে |
গ) ১৯৮৭ সালে |
ঘ) ১৯৮৪ সালে |
উত্তর : খ) ১৯৮৬
সালে
ব্যাখ্যাঃ ১৯৮৬ সালে বাংলাদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় । ১৯৮৭ সালে এ তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরু করার মধ্য দিয়ে তেলযুগে পদার্পণ করে বাংলাদেশ । প্রথম পর্যায়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ ব্যারেল তেল উঠে এলেও ধীরে ধীরে তেলের চাপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে তেল উঠে আসার মাত্রাও কমে যায়। এটি সিলেট শহর থেকে প্রায় ২০ কিমি উত্তর - পূর্বে সিলেট - জয়ন্তিয়া সড়কের পাশে ঘেঁষে অবস্থিত ।
৪৮. মিশুকের স্থপতি কে?
ক) মোস্তফা মনোয়ার |
খ) শামীম সিকদার |
গ) হামিদুজ্জামান খান |
ঘ) হামিদুর রহমান |
উত্তর : গ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যাঃ ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ গেমস - এর মাসকট ছিল
" মিশুক"। টানা টানা মায়াবী চোখের হরিণ শিশু "মিশুক" এর স্থপতি মোস্তফা মনোয়ার।
৪৯. বাংলাদেশের কোন্ জেলায়
বেশি
পাট
উৎপন্ন
হয়?
ক) রংপুর |
খ) ময়মনসিংহ |
গ) ফরিদপুর |
ঘ) টাঙ্গাইল |
উত্তর : ক) রংপুর
৫০. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির
পরিমাণ
প্রায়
কত?
ক) ২ কোটি একর |
খ) ২ কোটি ৫০ লক্ষ একর |
গ) ২ কোটি ৪০ লক্ষ একর |
ঘ) ২ কোটি ২৫ লক্ষ একর |
উত্তর : গ) ২ কোটি ৪০ লক্ষ একর
ব্যাখ্যাঃ
মোট আবাদযোগ্য জমি |
৮৮,২৯ হেক্টর |
আবাদযোগ্য পতিত |
৪.৫২ হেক্টর |
নিট ফসলি জমি |
৮১,২৬,৩৪০ হেক্টর |
মোট ফসলি জমি |
১,৬০,৫৬,৮১৬ হেক্টর |
জিডিপিতে কৃষি খাতের অবদান |
১১. ৫২ (চলতি মুল্যে ২০২১-২২) |
কৃষিতে নিয়োজিত জনশক্তি |
২,৪৬,৯৩,০০০ |
উৎসঃ কৃষি ডাইরি ২০২৪ |
|
৫১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
ক) ২২৫ নটিক্যাল মাইল |
খ) ২০০ নটিক্যাল মাইল |
গ) ২৫০ নটিক্যাল মাইল |
ঘ) ১০ নটিক্যাল মাইল |
উত্তর : গ) খ) ২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যাঃ ১ নটিক্যাল = ১.১৫ মাইল ।মোট
সমুদ্র
অঞ্চল = ১,১৮৮১৩
বর্গ
কি.মি
৫২. মহাস্থানগড় কোন্ নদীর
তীরে
অবস্থিত?
ক) গঙ্গা |
খ) ব্ৰহ্মপুত্ৰ |
গ) করতোয়া |
ঘ) মহানন্দা |
উত্তর : গ) করতোয়া
ব্যাখ্যাঃ করতোয়া নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য ১৮৭ কিলোমিটার।