১২তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট
বাংলা
১. রূপসী বাংলার কবি-
ক) জসীমউদ্দীন |
খ) জীবনানন্দ দাশ |
গ) সত্যেন্দ্রনাথ দত্ত |
ঘ) কালিদাস রায় |
উত্তর : খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যাঃ জসীমউদদীন 'পল্লীকবি'; সত্যেন্দ্রনাথ দত্ত
‘ছন্দের
যাদুকর'
এবং
কালিদাস ‘সংস্কৃত কবি
।
২.বটতলার পুঁথি
বলতে
বুঝায়-
ক) মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি |
খ) বটতলা নামক স্থানে রচিত কাব্য |
গ) দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য |
ঘ) অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য |
উত্তর : গ) দোভাষী বাংলায় রচিত
পুঁথি
সাহিত্য
৩. এককথায় প্রকাশ করুন:
যা
বলা
হয়নি।
ক) অউক্ত |
খ) নির্বাক |
গ) অনুক্ত |
ঘ) অনাব্যক্ত |
উত্তর : গ) অনুক্ত
৪. কবিগান রচয়িতা এবং
গায়ক
হিসেবে
এরা
উভয়েই
পরিচিত-
ক) রামবসু এবং ভোলা ময়রা |
খ) এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় |
গ) সাবিরিদ খান এবং দশরথী রায় |
ঘ) আলাওল ও ভারতচন্দ্র |
উত্তর : খ) এন্টনি ফিরিঙ্গি এবং
রামপ্রসাদ রায়
৫. কোন্ শব্দে ধাতুর
সঙ্গে
প্রত্যয় যুক্ত
হয়েছে?
ক) ঠগী |
খ) পানাস |
গ) পাঠক |
ঘ) সেলামী |
উত্তর : গ) পাঠক
ব্যাখ্যাঃ পাঠক = পাঠ
+ অক।
এখানে
পাঠ
ধাতুর
সঙ্গে
অক
কৃৎ
প্রত্যয় যুক্ত
হয়েছে।
৬. বাগধারা যুগলদের মধ্যে
কোন্
জোড়া
সর্বাধিক সমার্থবাচক?
ক) অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম |
খ) বক ধার্মিক; বিড়াল তপস্বী |
গ) রুই কাতলা; কেউকেটা |
ঘ) বক ধার্মিক; ভিজে বেড়াল |
উত্তর : খ) বক ধার্মিক; বিড়াল
তপস্বী
৭. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ
ধারা-
ক) নাটক |
খ) ছোটগল্প |
গ) প্ৰবন্ধ |
ঘ) গীতিকবিতা |
উত্তর : ঘ) গীতিকবিতা
৮. মুসলমান কবি রচিত
প্রাচীনতম বাংলা
কাব্য-
ক) ইউসুফ জুলেখা |
খ) রসুল বিজয় |
গ) নূরনামা |
ঘ) শবে মেরাজ |
উত্তর : ক) ইউসুফ জুলেখা
ব্যাখ্যাঃ ইউসুফ জুলেখা'
রচয়িতা শাহ
মুহম্মদ সগীর;
'রসুল
বিজয়'
রচয়িতা সৈয়দ
সুলতান;
'নূরনামা' রচয়িতা আব্দুল
হাকিম
এবং
‘শবে
মেরাজ'
রচয়িতা সৈয়দ
সুলতান
রচিত
করেন।
৯. বাংলা ভাষা যে
শব্দ
দুটি
গ্রহণ
করেছে
চীনা
ভাষা
থেকে-
ক) চাকু, চাকর |
খ) খদ্দর, হরতাল |
গ) চা,
চিনি |
ঘ) রিক্সা,
রেস্তোরাঁ |
উত্তর : গ)
চা, চিনি
ব্যাখ্যাঃ চকু, চাকর-তুর্কি শব্দ: খন্দর, হরতাল- গুজরাটি শব্দ; রিক্সা-জাপানী, রেস্তোরা-ফরাসি শব্দ
।
১০. ডঃ
মুহম্মদ শহীদুল্লাহ
ছিলেন প্রধানত-
ক) ভাষাতত্ত্ববিদ |
খ) সাহিত্যের
ও ইতিহাস
রচয়িতা |
গ) ইসলাম
প্রচারক |
ঘ) সমাজ
সংস্কারক |
উত্তর : ক)
ভাষাতত্ত্ববিদ
১১. ক্রিয়াপদের
মূল অংশকে
বলা হয়-
ক) বিভক্তি |
খ) ধাতু |
গ) প্রত্যয় |
ঘ) কৃৎ |
উত্তর : খ)
ধাতু
ব্যাখ্যাঃ যে
সব চিহ্ন
দ্বারা বাক্যের
এক পদের
সাথে অন্য
পদের সম্বন্ধ
নির্ধারিত হয়
তাদের বলা
হয় বিভক্তি।
শব্দ বা
ধাতুর প্রকৃতির
শেষে যে
সকল বর্ণ
বা বর্ণসমষ্টি
যুক্ত হয়ে
নতুন শব্দ
গঠিত হয়
তাদেরকে প্রত্যয়
বলে। ধাতুর
পরে প্রত্যয়
যুক্ত হলে
তাকে কৃৎ
প্রত্যয় বলে।
১২. “স্বাধীনতা
হীনতায় কে
বাঁচিতে চায়”
চরণটি কার
রচনা?
ক) ঈশ্বরচন্দ্র
গুপ্ত |
খ) মধুসুদন
দত্ত |
গ) হেমচন্দ্র
বন্দ্যোপাধ্যায় |
ঘ) রঙ্গলাল
বন্দ্যোপাধ্যায় |
উত্তর : ঘ)
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
১৩. শুদ্ধ
বাক্যটি চিহ্নিত
করুন-
ক) বিদ্যান
ব্যক্তিগন দরিদ্রের
শিকার হন |
খ) বিদ্যান
ব্যক্তিগন দরিদ্রতার
শিকার হন |
গ) বিদ্বান
ব্যক্তিগণ দারিদ্র্যের
শিকার হন |
ঘ) বিদ্বান
ব্যক্তিগন দরিদ্রতার
শিকার হন |
উত্তর : গ)
বিদ্বান ব্যক্তিগণ
দারিদ্র্যের শিকার
হন
১৪. কোন
শব্দে বিদেশি
উপসর্গ ব্যবহৃত
হয়েছে?
ক) নিখুঁত |
খ) আনমনা |
গ) অবহেলা |
ঘ) নিমরাজি |
উত্তর : ঘ)
নিমরাজি
ব্যাখ্যাঃ নিখুঁত ও আনমনার নি ও আন খাঁটি
বাংলা উপসর্গ।
অবহেলার অব
সংস্কৃত এবং
নিমরাজি শব্দের
নিম ফার্সি
উপসর্গ ।
১৫. কোন
বানানটি শুদ্ধ?
ক) পাষাণ |
খ) পাষান |
গ) পাসান |
ঘ) পাশান |
উত্তর : ক)
পাষাণ
১৬. বাংলা
সাহিত্যের ইতিহাসে
প্রাচীনতম মুসলীম
কবি-
ক) শাহ
মুহাম্মদ সগীর
|
খ) সাবিরিদ
খান |
গ) শেখ
ফয়জুল্লাহ |
ঘ) মুহাম্মদ
কবীর |
উত্তর : ক)
শাহ মুহাম্মদ
সগীর
ব্যাখ্যাঃ শাহ
মুহাম্মদ সগীর
চতুর্দশ শতকের
কবি ।
বাকি তিনজন
ষোল শতকের
কবি
১৭. “মোদের
গরব মোদের
আশা/ আ-মরি বাংলা ভাষা”
রচয়িতা-
ক) রামনিধি
গুপ্ত |
খ) রবীন্দ্রনাথ
ঠাকুর |
গ) অতুলপ্রসাদ
সেন |
ঘ) সত্যেন্দ্রনাথ
দত্ত |
উত্তর : গ)
অতুলপ্রসাদ সেন
১৮. মধুসূদন
দত্ত রচিত
'বীরাঙ্গনা'-
ক) মহাকাব্য |
খ) পত্রকাব্য |
গ) গীতিকাব্য |
ঘ) আখ্যানকাব্য |
উত্তর : খ)
পত্রকাব্য
ব্যাখ্যাঃ মধুসূদন
দত্ত রচিত
মহাকাব্য 'মেঘনাদবধ
কাব্য'; গীতিকাব্য
'চতুর্দশপদী কবিতাবলী'
এবং আখ্যানকাব্য
'ব্রজাঙ্গনা'।
মাইকেল মধুসূদন
দত্ত বাংলা
সাহিত্যের প্রথম
সনেটের জনক।
তিনি বাংলা
সাহিত্যে প্রথম
বিদ্রোহী কবি,
প্রথম আধুনিক
কবি, প্রথম
মহাকাব্যের (মেঘনাদ
বদ কাব্য)
রচয়িতা, প্রথম
পত্রকাব্যের (বিরাঙ্গনা
কাব্য) রচয়িতা,
প্রথম বিয়োগান্তক
(কৃষ্ণকুমারী) ও
পৌরাণিক নাটকের
(শর্মিষ্ঠা) রচয়িতা।
মাইকেলের প্রথম
রচনা- 'দ্যা
ক্যাপটিভ লেডি'
।
১৯. 'রোহিনী'
কোন উপন্যাসের
নায়িকা?
ক) কৃষ্ণকান্তের
উইল |
খ) চোখের
বালি |
গ) গৃহদাহ |
ঘ) পথের
পাঁচালী |
উত্তর : ক)
কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যাঃ চোখের বালির নায়িকা- বিনোদীনি; গৃহদাহের নায়িকা- অচলা; পথের পাঁচালীর নায়িকা- দূর্গা।
২০. নিম্নরেখ
কোন্ শব্দে
করণ কারকে
শূন্য বিভক্তি
ব্যবহৃত হয়েছে?
ক) ঘোড়াকে
চাবুক মার |
খ) ডাক্তার ডাক |
গ) গাড়ি
স্টেশন ছেড়েছে |
ঘ) মুষলধারে বৃষ্টি
পড়ছে |
উত্তর : ক)
ঘোড়াকে চাবুক
মার
ব্যাখ্যাঃ খ)
কর্মে শুন্য
গ) অপাদানে
শূন্য ঘ)
অধিকরণে শূন্য