জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন
কপ-২৯
•
সময়- ১১ - ২২ নভেম্বর, ২০২৪।
সম্মেলস্থল - বাকু, আজারবাইজান।
• কপ-২৯ এর সভাপতি - আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। অংশগ্রহণকারী দেশ ও অঞ্চল - প্রায় ২০০।
• স্লোগান – ইন সলিডারিটি ফর আ গ্রিন ওয়ার্ল্ড।
কপ-২৯ এর আলোচ্য বিষয়
তাপমাত্রা বৃদ্ধি ১.৫° সেন্টিগ্রেট এর মধ্যে সীমাবদ্ধ রাখা।
ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশ (LDCs) বিশেষ করে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে সহায়তা করার জন্য ক্ষতি ও ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার উপর জোর দেওয়া।
ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড (CFAF) গঠন করা যাতে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ এবং কোম্পানিগুলোর কাছ থেকে বার্ষিক ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়।
বৈশ্বিক পরিবর্তন মোকাবেলায় ধনি দেশগুলো তাপ নির্গমন কমাতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেয় ।
আজারবাইজানের
প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা একটি নতুন নেটওয়ার্ক চালুর ঘোষণা দেন।
সংঘাত পীড়িত গ্রুপ অব সেভেনের দেশ - বুরুন্ডি, শাদ, সিয়েরা লিওন, সোমালিয়া, ইরাক, ইয়েমেন ও পূর্ব তিমুর।