জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন

 কপ-২৯

সময়- ১১ - ২২ নভেম্বর, ২০২৪।  সম্মেলস্থল - বাকু, আজারবাইজান।

কপ-২৯ এর সভাপতি - আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। অংশগ্রহণকারী দেশ অঞ্চল - প্রায় ২০০।

স্লোগানইন সলিডারিটি ফর গ্রিন ওয়ার্ল্ড।

কপ-২৯ এর আলোচ্য বিষয়

তাপমাত্রা বৃদ্ধি .° সেন্টিগ্রেট এর মধ্যে সীমাবদ্ধ রাখা।

ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র (SIDS) এবং স্বল্পোন্নত দেশ (LDCs) বিশেষ করে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে সহায়তা করার জন্য ক্ষতি ক্ষতিপূরণ তহবিল কার্যকর করার উপর জোর দেওয়া।

ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকশন ফান্ড (CFAF) গঠন করা যাতে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ এবং কোম্পানিগুলোর কাছ থেকে বার্ষিক বিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়।

বৈশ্বিক পরিবর্তন মোকাবেলায় ধনি দেশগুলো তাপ নির্গমন কমাতে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেয়

আজারবাইজানের প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে থাকা একটি নতুন নেটওয়ার্ক চালুর ঘোষণা দেন।

সংঘাত পীড়িত গ্রুপ অব সেভেনের দেশ - বুরুন্ডি, শাদ, সিয়েরা  লিওন, সোমালিয়া, ইরাক, ইয়েমেন পূর্ব তিমুর।

Previous Post
No Comment
Add Comment
comment url