১১তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - গণিত

গণিত

15/15×15 সরল করলে তার মা-এর

15/15এর15

) 1

) 0

 

 

) 225

) 1/225

 

 

উত্তর : 225

ব্যাখ্যাঃ 15(1/15)×15

                15/225

           = 15/15×(1/225)

            = 15 x 15 = 225

৭০. একটি পাত্রে দুধ পানির অনুপাত :২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

) ১৪ লিটার

) ১০ লিটার

) লিটার

) লিটার

উত্তর : ) লিটার

ব্যাখ্যাঃ পানি ২ক লিটার হলে দুধ ৫ক লিটার

   .: - = বা, ৩ক =

   বা, = / =

: পানি ২ক = x বা লিটার।

৭১.[a-{a-(a + 1)}] = কত?

) a

) a + 1

) a - 1

) 1

উত্তর : ) a + 1

ব্যাখ্যাঃ [a-{a - (a + 1)}] = [a-{a - a - 1}] =[a-a + a + 1] = a + 1

৭২. যদি a3 – b3 = 513 এবং a - b = 3 হয় তবে ab এর মান কত?

) 35

) 45

) 54

) 55

উত্তর : ) 54

ব্যাখ্যাঃ a3−b3=513

(a−b)3+3ab (a−b) =513

(3)3 +3ab ×3=513

9ab =513−27

ab=486/9

.'. ab=54

৭৩. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC= ফুট, CF = ফুট, DE= ?

) ১২ ফুট

) ১৫ ফুট

) ২০ ফুট

) ১৮ ফুট

উত্তর : ) ১৮ ফুট

৭৪. (x + 3) (x - 3) কে X - 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?

) -3

) -6

 

) 6

) 3

 

উত্তর : ) -3

৭৫. চালের মূল্য ১২% কমে যাওয়ায় , টাকায় পূর্বাপেক্ষা কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। কুইন্টাল চালের বর্তমান মূল্য কত?

) ৭৫০ টাকা

) ৭৫ টাকা

) ৭০০ টাকা

) ৭২০ টাকা

উত্তর : ) ৭২০ টাকা

ব্যাখ্যাঃ চালের মূল্য ১২কমে যাওয়ায় ,০০০ টাকায় পূর্বাপেক্ষা কুইন্টাল চাল বেশি পাওয়া যায়  কুইন্টাল চালের বর্তমান দাম কত?

এখানে১২কমে যাওয়ার অর্থ আগে যে চাল কিনতে ৬০০০ টাকা লাগতো সে চাল কিনলে এখন টাকা কম লাগে৬০০০ এর ১২% বা ৭২০ টাকা

অথবা

 ১২% কমে যাওয়ায় বর্তমান মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা।

পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্ত: মূল্য = ৮৮ টাকা

,,                       ৬০০০            ,,          ,,          ,,            =(৮৮ x ৬০০০)/ ১০০

= ৫২৮০ টাকা

.: কুইন্টাল চালের বর্তমান মূল্য ৬০০০ - ৫২৮০ = ৭২০ টাকা

৭৬. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

) ৬৪ মিটার

) ১৪৪ মিটার

) ১২৮ মিটার

) ৯৬ মিটার

উত্তর : ) ১২৮ মিটার

ব্যাখ্যাঃ মনেকরি,

বিস্তার = মিটার হলে

দৈর্ঘ্য = ৩ক মিটার

শর্তমতে, ৩ক = ৪৮ বা, = ১৬ মিটার।

পরিসীমা = (দৈর্ঘ্য + বিস্তার)

= (৪৮ + ১৬) মিটার = ১২৮ মিটার।

৭৭. ঘন্টায় ১০ কিঃমিঃ এবং ঘন্টায় ১৫ কিঃমিঃ বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওনা হল। ১০.১০ মিনিটের সময় এবং .৪০ মিনিটের সময় রাজশাহী পৌছালো। রওনা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কিঃমিঃ?

) ১৫ কিঃমিঃ

) ২৫ কিঃমিঃ

) ২০ কিঃমিঃ

) ২৮কিঃমিঃ

উত্তর : ) ১৫ কিঃমিঃ

ব্যাখ্যাঃ বেগ = দূরত্ব/সময়,

সময় = দূরত্ব/বেগ

ধরি, দূরত্ব d

তাহলে তাদের সময়ের ব্যবধান = 30 মিনিট = 1/2 ঘন্টা

(d/10-d/15)=1/12

d(1/10-1/5)=12

d×1/30=1/2

 d(30/2)=15 

=15 কি.মি.

 

৭৮.১৯, ৩৩, ৫১, ৭৩, --- পরবর্তী সংখ্যাটি

) ৮৫

) ৯৮

) ৯৯

) ১২১

উত্তর : ) ৯৯

ব্যাখ্যাঃ ১৯ + ১৪ = ৩৩ + ১৮ = ৫১ + ২২

= ৭৩ + ২৬ = ৯৯

৭৯. এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে এর বেতন এর বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?

) ২৫. টাকা

) ২৫.৯৩ টাকা

) ৪০ টাকা

) ২৭ টাকা

উত্তর : ) ২৫.৯৩ টাকা

ব্যাখ্যাঃ ব্যাখাঃ ধরি, এর বেতন ১০০ টাকা

এর বেতন (১০০ + ৩৫) = ১৩৫ টাকা

১৩৫ টাকায় বেতন কম ৩৫ টাকা

১০০ টাকায় বেতন কম = (৩৫ × ১০০) / ১৩৫ = ২৫.৯৩ টাকা।

 ৮০. ১০টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম ৪টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

) ৬৪

) ৬০

) ৫০

) ৬২

উত্তর : ) ৬৪

ব্যাখ্যাঃ প্রথম ৪টির যোগফল = ৫২ × = ২০৮

এবং শেষ ৫টির যোগফল = ৩৮ × = ১৯০

.: পঞ্চম সংখ্যাটি ৪৬২ - (২০৮ + ১৯০)

= ৪৬২ - ৩৯৮ = ৬৪

৮১. ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?

) ২০°

) ২২(/

) ২৩°

) ২৩(/)

উত্তর : ) ২২(/

ব্যাখ্যাঃ আমরা জানি, ঘন্টার কাঁটা প্রতি ঘরের জন্য ৩০° ডিগ্রী এবং প্রতি মিনিটের জন্য (/) পরিমাপ করতে হয়।

৮২. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r + n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r এর মান কত?

) n (√2 + 1)

) √2 n

) √2 (n + 1)

) n + √2

উত্তর : ) n (√2 + 1)

ব্যাখ্যা:

ব্যাসার্ধ r হলে বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাসার্ধ (n+r) হলে বৃত্তের ক্ষেত্রফল = π(n+r)²
2×πr² = π(n+r)²
2×r² = (n+r)²
2r = n+r
2r-r = n
r(2-1) = n
r = n/2-1

৮৩, একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কটআউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। দলের কতজন কট আউট হলো?

) জন

) ৩জন

) ৪জন

) ৫জন

উত্তর : ) ৩জন

 ব্যাখ্যাঃ আমরা জানি, ক্রিকেট দলের মোট উইকেট সংখ্যা ১০ জন।

বোল্ড আউট হয়েছেন জন

ধরি, স্টাম্প আউট হয়েছেন x জন

কট আউট হয়েছেন ৩x/ জন

প্রশ্নমতে, x + ৩x/ + = ১০

বা, (২x + ৩x) / =

বা, ৫x = ১০

=

অতএব, কট আউট হয়েছেন = ৩x/ = × / = জন।

 

সম্পূর্ণ প্রশ্নের সমাধান এর জন্য এখানে ক্লিক করুন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url