১৭তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট - সাধারণজ্ঞান (আন্তর্জাতিক প্রসঙ্গ)-এর সমাধান
সাধারণজ্ঞান (আন্তর্জাতিক প্রসঙ্গ)
৮১. ‘স্টেপস্’ ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল। এর ভাস্কর এর নাম-
ক) নভেরা আহমেদ |
খ) হামিদুজ্জামান খান |
গ) আবদুল্লাহ খালেদ |
ঘ) সুলতানুল ইসলাম |
উত্তর : খ)
হামিদুজ্জামান খান
ব্যাখ্যাঃ ২৪
তম সিউল অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালে দঃ কোরিয়ায়। ১৮ তম জাপানের টোকিওতে ১৯৬৪ এবং ২৯ তম চীনের বেইজিংয়ে ২০০৮ সালে অনুষ্ঠিত হয়।
৮২.
আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
ক) ১৯৭০ সালে |
খ) ১৯৭৩ সালে |
গ) ১৯৭৪ সালে |
ঘ) ১৯৭৮ সালে |
উত্তর : খ) ১৯৭৩ সালে
৮৩.
বেনেলাক্স
(Benelux) বলতে দেশগুলোকে বোঝায়-
ক) সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড |
খ) চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি |
গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ |
ঘ) ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স |
উত্তর : গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ব্যাখ্যাঃ বেনেলাক্স একটি অর্থনৈতিক জোট ।
৮৪.
'করনার স্টোন অব্ পিস' এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-
ক) মাকাও |
খ) হাইতি |
গ) ওকিনাওয়া |
ঘ) ভিয়েতনাম |
উত্তর : খ) হাইতি
৮৫.
নয়া
আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়।
ক) দ্বিতীয় |
খ) তৃতীয় |
গ) পঞ্চম |
ঘ) ষষ্ঠ |
উত্তর : ক) দ্বিতীয়
৮৬.
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
ক) তাজিকিস্তান |
খ) কাজাকিস্তান |
গ) উজবেকিস্তান |
ঘ) কিরগিজস্তান |
উত্তর : খ) কাজাকিস্তান
ব্যাখ্যাঃ আয়তন যথাক্রমে-
তাজিকিস্তান (১,৪৩,১০০ বর্গ কি.মি.); কাজাকিস্তান (২৭,১৭,৩০০ বর্গ কি.মি.); উজবেকিস্তান (৪,৪৭,৪০০ বর্গ কি.মি.); কিরগিজস্তাन (১,৯৮,৫০০ বর্গ কি.মি.) ।
৮৭.
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
ক) হারারে, ১৯৮৯ সালে |
খ) বেলগ্রেড, ১৯৬১ সালে |
গ) হাভানা, ১৯৭৩ সালে |
ঘ) কায়রো, ১৯৭০ সালে |
উত্তর : খ) বেলগ্রেড, ১৯৬১ সালে
৮৮.১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তরার নাম-
ক) ইটালির মিলান শহর, মালদিনীয়ানি |
খ) জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা |
গ) স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল |
ঘ) ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে |
উত্তর : গ) স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
৮৯.
সার্ক এর ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-
ক) মালেতে |
খ) কলম্বোতে |
গ) বাঙ্গালোরে |
ঘ) কাঠমুন্ডুতে |
উত্তর : খ) কলম্বোতে
ব্যাখ্যাঃ মালেতে- ৫ম
(১৯৯০), ৯ম (১৯৯৭); কলম্বোতে- ৬ষ্ঠ (১৯৯১), ১০ম (১৯৯৮); বাঙ্গালোরে- ২য় (১৯৮৬); কাঠমুন্ডুতে- ৩য় (১৯৮৭), ১১তম (2002)।
৯০.
রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শক্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম-
ক) Budennovsk |
খ) Keldavisk |
গ) Dasanova |
ঘ) Gariev |
উত্তর : ক) Budennovsk
৯১.
বিশ্ব তামাকমুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের-
ক) ৩১ জানুয়ারিতে |
খ) ৩১ মার্চে |
গ) ৩০ এপ্রিলে |
ঘ) ৩১ মে-তে |
উত্তর : ঘ) ৩১
মে-তে
ব্যাখ্যাঃ ৩১
জানুয়ারি, ৩১ মার্চ ও ৩০ এপ্রিলে কোন জাতীয় বা আন্তর্জাতিক দিবস নাই।
৯২.
মার্কিন যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় যে রাষ্ট্র-
ক) যুক্তরাজ্য |
খ) ফ্রান্স |
গ) জাপান |
ঘ) জার্মান |
উত্তর : খ) ফ্রান্স
ব্যাখ্যাঃ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক এবং বিশ্বের অন্যতম বৃহৎ মূর্তি 'স্ট্যাচু অব লিবার্টি হাডসন নদীর তীরে অবস্থিত। বিখ্যাত ভাস্কর বার্থোডীর নির্মিত ২২ তলা বিল্ডিং-এর সমান উচ্চতা (৯৩ মি. বা ৩০৫ ফুট) তামার তৈরি এ মুর্তিটি ১৮৮৪ সালে প্যারিসে তৈরি করে ১৮৮৫ সালে খণ্ড খণ্ড করে (৩০০ খণ্ড) আমেরিকায় পাঠানো হয়েছিল ।
৯৩.
নিন্মের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়-
ক) নামিবিয়া |
খ) সুইজারল্যান্ড |
গ) কিউবা |
ঘ) পানামা |
উত্তর : খ) সুইজারল্যান্ড
ব্যাখ্যাঃ ২০০২ সালের ১০
সেপ্টেম্বর
সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০ তম সদস্যপদ লাভ করে।
৯৪.
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
ক) ব্রিটেন |
খ) ফ্রান্স |
গ) অষ্ট্ৰেলিয়া |
ঘ) সুইজারল্যান্ড |
উত্তর : গ) অষ্ট্ৰেলিয়া
৯৫.
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-
ক) ৪ এপ্রিল, ১৯৪৯ |
খ) ৩ জানুয়ারি, ১৯৫৪ |
গ) ২৬ মে, ১৯৯৫ |
ঘ) ১ ফেব্রুয়ারি, ১৯৫৬ |
উত্তর : ক) ৪
এপ্রিল, ১৯৪৯
ব্যাখ্যাঃ উত্তর আটলান্টিক চুক্তি অনুযায়ী NATO-র
জন্ম হয় । সদর দপ্তর ব্রাসেলসে।
৯৬. আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক-
ক) বেডেন পাওয়েল |
খ) ব্যারন পিয়ারে দ্য কুবার্তা |
গ) প্যারেজ দ্য কুইলার |
ঘ) জুয়ান এন্টনিও সামারাঞ্চ |
উত্তর : খ) ব্যারন পিয়ারে দ্য কুবার্তা
ব্যাখ্যাঃ ১৮৯৬ সালে তাঁর প্রচেষ্টায় এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস শুরু হয়।
৯৭.
ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ-
ক) ইন্দোনেশিয়া |
খ) মালয়েশিয়া |
গ) থাইল্যান্ড |
ঘ) ফিলিপাইন |
উত্তর : ক) ইন্দোনেশিয়া
ব্যাখ্যাঃ ২০০৮ সালে ইন্দোনেশিয়া ওপেক ত্যাগ করে। বর্তমানে অ-আরব ওপেকভুক্ত দেশগুলো ইরান, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, অ্যাঙ্গোলা, ইকুয়েডর।
৯৮.
Persona-non-grata শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য-
ক) রাজনীতিবিদ |
খ) ক্রীড়াবিদ |
গ) ব্যবসায়ী |
ঘ) কূটনীতিবিদ |
উত্তর : ঘ) কূটনীতিবিদ
৯৯.
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace
resolution' গৃহীত হয়েছিল-
ক) সুয়েজ যুদ্ধ |
খ) কোরীয় যুদ্ধ |
গ) পাক-ভারত যুদ্ধ, ১৯৬৫ |
ঘ) ফকল্যান্ড যুদ্ধ |
উত্তর : খ) কোরীয় যুদ্ধ
১০০. কমনওয়েলথের বর্তমান সদস্যসংখ্যা-
ক) ৪৮ |
খ) ৫০ |
গ) ৫২ |
ঘ) ৫৬ |
উত্তর :
ব্যাখ্যাঃ ১৯৪৯ সালে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন দেশগুলো নিয়ে কমনওয়েলথ গঠিত যার বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি। সদরদপ্তর লন্ডনের মালবরো হাইসে। বর্তমান মহাসচিব কমলেশ শর্মা (ভারত)।
মার্কিনযুক্তরাষ্ট্র সহ অনেক দেশ এতে যোগ দেয়নি ।