১৩ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট সাধারণজ্ঞান
বাংলাদেশ প্রসঙ্গ
৪১. প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন্ স্থানে অবস্থিত?
ক) ময়নামতি |
খ) বিক্রমপুর |
গ) মহাস্থানগড় |
ঘ) পাহাড়পুর |
উত্তর : গ) মহাস্থানগড়
ব্যাখ্যাঃ মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
৪২. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক) নূরুল আমীন |
খ) লিয়াকত আলী |
গ) মোহাম্মদ আলী |
ঘ) খাজা নাজিমুদ্দীন |
উত্তর : ঘ) খাজা নাজিমুদ্দীন
৪৩. পূর্ববঙ্গে জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
ক) ১৯৫০ |
খ) ১৯৪৭ |
গ) ১৯৫২ |
ঘ) ১৯৫৪ |
উত্তর : ক) ১৯৫০
৪৪. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক) কুষ্টিয়া |
গ) কুমিল্লা |
খ) বগুড়া |
ঘ) চাঁপাইনবাবগঞ্জ |
উত্তর : ঘ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যাঃ এটি লক্ষণাবতী বা লখনৌতি নামেও পরিচিত। প্রাচীন এই দুর্গনগরীর অধিকাংশ পড়েছে বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলায় এবং কিছু অংশ পড়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
৪৫. আওয়ামী লীগের ছয়দফা কোন সালে পেশ করা হয়েছিল?
ক) ১৯৬৫ |
গ) ১৯৬৭ |
খ) ১৯৬৬ |
ঘ) ১৯৬৮ |
উত্তর : ১৯৬৬
ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।
৪৬. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে ?
ক) ১৯৫২ |
খ) ১৯৫৩ |
গ) ১৯৫৪ |
ঘ) ১৯৫৫ |
উত্তর : খ) ১৯৫৩
৪৭. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার কে?
ক) আবদুল লতিফ |
খ) আবদুল আহাদ |
গ) আলতাফ মাহমুদ |
ঘ) মাহমুদুন্নবী |
উত্তর : গ) আলতাফ মাহমুদ
ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।
৪৮. জাতীয়
স্মৃতিসৌধের স্থপতি
কে?
ক) হামিদুর
রহমান |
খ) তানভির
কবির |
গ) মঈনুল
হোসেন |
ঘ) মাযহারুল
ইসলাম |
উত্তর : গ)
মঈনুল হোসেন
ব্যাখ্যাঃ বঙ্গবন্ধু
শেখ মুজিবুর
রহমান ১৯৭২
সালের ১৬ই
ডিসেম্বর সাভারে
১০৯ একর
জমির উপর
জাতীয় স্মৃতিসৌধের
যে ভিত্তি
প্রস্ত র
স্থাপন করেন
তার ফলক
সংখ্যা ৭টি।
উচ্চতা ১৫০
ফুট বা
৪৬.৫
মিটার একে
সম্মিলিত প্রয়াস
বলা হয়।
৪৯. বীরশ্রেষ্ঠ
পদকপ্রাপ্তদের সংখ্যা
কত?
ক) সাত |
খ) আট |
গ) ছয় |
ঘ) পাঁচ |
উত্তর : ক)
সাত
ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।
৫০. বীরশ্রেষ্ঠ
হামিদুর রহমানের
পদবী কী
ছিল?
ক) সিপাহী |
খ) ল্যান্স
নায়েক |
গ) লেফটেন্যান্ট |
ঘ) ক্যাপ্টেন |
উত্তর : ক)
সিপাহী
ব্যাখ্যাঃ ল্যান্স
নায়েক-মুন্সী
আব্দুর রউফ
ও নূর
মোহাম্মদ শেখ;
লেফটেন্যান্ট-মতিউর
রহমান; ক্যাপ্টেন-মহিউদ্দিন জাহাঙ্গীর।
মোস্তফা কামালও
ছিলেন সিপাহী
।
৫১. শহীদ
বুদ্ধিজীবি দিবস
কবে পালন
করা হয়?
ক) ১৪
ডিসেম্বর |
গ) ১৩
ডিসেম্বর |
খ) ১২
ডিসেম্বর |
ঘ) ১৬
ডিসেম্বর |
উত্তর : ক)
১৪ ডিসেম্বর
৫২. বাংলাদেশের
পঞ্চম জাতীয়
সংসদ নির্বাচন
১৯৯১ সালের
কত তারিখ
অনুষ্ঠিত হয়?
ক) ১৬
ফেব্রুয়ারি |
খ) ২৭
ফেব্রুয়ারি |
গ) ২
মার্চ |
ঘ) ৪
মার্চ |
উত্তর : খ)
২৭ ফেব্রুয়ারি
ব্যাখ্যাঃ দুটি
প্রধান দল,
আওয়ামী লীগের
নেতৃত্বে ছিল
শেখ হাসিনা;
বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি)
নেতৃত্বে ছিল
খালেদা জিয়া।
জাতীয় সংসদ
নির্বাচনে ৩০০টি
আসনের বিপরীতে
৪২৪জন সতন্ত্র
প্রার্থীসহ ৭৫টি
দল থেকে
মোট ২৭৮৭
জন প্রার্থী
নির্বাচনে অংশ
নেয়। নির্বাচনে
খালেদা জিয়া
নেতৃত্বাধীন বিএনপি
জয় লাভ
করে। তারা
৩০০টি আসনের
মধ্যে ১৪০টি
আসন লাভ
করে। মোট
ভোট গৃহীত
হয়েছিল ৫৫.৪%।
৫৩.ব্রহ্মপুত্র
নদ হিমালয়ের
কোন শৃঙ্গ
থেকে উৎপন্ন
হয়েছে?
ক) বরাইল |
খ) কৈলাস |
গ) কাঞ্চনজঙ্ঘা |
ঘ) গডউইন
অষ্টিন |
উত্তর :
খ) কৈলাস
ব্যাখ্যাঃ কৈলাস শৃঙ্গের নিকটে মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসামের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কুড়িগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
৫৪. বাংলাদেশের
সবচেয়ে উঁচু
পাহাড়ের চূড়ার
নাম কী?
ক) লুসাই |
খ) গারো |
গ) কেওক্রাডং |
ঘ) জয়ন্তিয়া |
উত্তর : খ)
গারো
ব্যাখ্যাঃ বাংলাদেশের
সবচেয়ে উঁচু
পাহাড়ের নাম
গারো যেটি
ময়মনসিংহে অবস্থিত
(উচ্চতা-৬১০
মিটার)।
সর্বোচ্চ পর্বতশৃঙ্গ
তাজিংডং যার
অপর নাম
বিজয় যেটি
বান্দরবনে অবস্থিত
(উচ্চতা-১২৩১
মিটার)।
দ্বিতীয় সর্বোচ্চ
পর্বতশৃঙ্গ কেওকারাডং
যেটি বান্দরবনে
অবস্থিত (উচ্চতা-১২৩০ মিটার)।
৫৫. বাকল্যান্ড
বাঁধ কোন
নদীর তীরে
অবস্থিত?
ক) শীতলক্ষ্যা |
খ) বুড়িগঙ্গা |
ঘ) তুরাগ |
গ) মেঘনা |
উত্তর : খ)
বুড়িগঙ্গা
৫৬. বাংলাদেশে
চিকিৎসক (ডিগ্রিপ্রাপ্ত)
ধা জনসংখ্যা
কত?
ক) প্রায়
৪৭৯৭ |
খ) প্রায়
৪৫৭২ |
গ) প্রায়
৯৭৯১ |
ঘ) প্রায়
৮২১২ |
উত্তর :
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা২০২১এর তথ্য মতে, বর্তমানে বাংলাদেশে রেজিস্টার্ড চিকিৎসক প্রতি জনসংখ্যা ১৭২৪ জন।
৫৭. চলনবিল
কোথায় অবস্থিত?
ক) রাজশাহী
জেলায় |
খ) রাজশাহী
ও নওগাঁ
জেলায় |
গ) পাবনা
ও নাটোর
জেলায় |
ঘ) নাটোর
ও নওগাঁ
জেলায় |
উত্তর : গ)
পাবনা ও
নাটোর জেলায়
ব্যাখ্যাঃ এখানে ক্লিক করুন।
৫৮. ফারাক্কা
বাঁধ বাংলাদেশের
সীমান্ত থেকে
কতদূরে অবস্থিত?
ক) ২৪.৭ কি.মি. |
খ) ২১.০ কি.মি. |
গ) ১৯.৩ কি.মি. |
ঘ) ১৬.৫ কি.মি. |
উত্তর : ঘ)
১৬.৫
কি.মি.
৫৯. দহগ্রাম
ছিটমহল কোন
জেলায় অবস্থিত?
ক) কুড়িগ্রাম |
খ) নীলফামারী |
গ) ঠাকুরগাঁ |
ঘ) লালমনিরহাট |
উত্তর : ঘ)
লালমনিরহাট
৬০. সুন্দরবনের
আয়তন প্রায়
কত বর্গ
কিলোমিটার?
ক) ৩৮০০ |
খ) ৪১০০ |
গ) ৫৫৭৫ |
ঘ) ৬৯০০ |
উত্তর : গ)
৫৫৭৫
ব্যাখ্যাঃ বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৫৫৭৫ ব.কি. । ৫৫৭৫ না থাকিলে ৫৭৪৭ ব.কি. হবে যেটি সুন্দরবনের বাংলাদেশ অংশ। ২০০৯ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ৬০১৭ না থাকিলে ৬,৫১৭ বর্গ কিলোমিটার ।
আন্তর্জাতিক প্রসঙ্গ
৬১. ১৯৯১
সালের Business International এর সমীক্ষায় জীবনযাত্রার
ব্যয়ভার (Living cost) সবচেয়ে বেশি-
ক) টোকিওতে |
খ) নিউইয়র্কে |
গ) তেহরানে |
ঘ) আবিদজানে |
উত্তর : ক)
টোকিওতে
৬২. উৎপাদিত
পণ্য বিক্রির
হিসাব অনুসারে
১৯৯ সালে
সর্ববৃহৎ বিক্রেতা-
ক) আই
বি এম |
খ) জেনারেল
মটরস |
গ) রয়াল
ডাচ/শেল
|
ঘ) ইকসন |
উত্তর : ক)
আই বি
এম
৬৩. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি-
ক) ইউরোপে |
খ) উত্তর
আমেরিকায় |
ঘ) মধ্য
এশিয়ায় |
গ) অস্ট্রেলিয়া
ও নিউজিল্যান্ডে |
উত্তর : গ)
অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ডে
৬৪. ১৯৮৮
সালের সমীক্ষায়
জনপ্রতি বিদ্যুৎ
খরচ সবচেয়ে
বেশি কোন
দেশে?
ক) ভারতে
|
খ) পাকিস্তানে |
গ) শ্রীলংকায়
|
ঘ) বাংলাদেশে |
উত্তর : খ)
পাকিস্তানে
৬৫. ১৯৯০
সালের সমীক্ষায়
এশিয়ার কোন
দেশ থেকে
আগত যুক্তরাষ্ট্রে
বসবাসকারীদের সংখ্যা
সবচেয়ে বেশি?
ক) ফিলিপাইন |
খ) জাপান |
গ) চীন |
ঘ) ভারত |
উত্তর : ঘ)
ভারত
৬৬. ১৯৮৯
সালের সমীক্ষা
অনুসারে সবচেয়ে
বেশি চাল
রপ্তানীকারক দেশ
কোনটি?
ক) থাইল্যান্ড |
খ) পকিস্তান |
গ) যুক্তরাষ্ট্র |
ঘ) চীন |
উত্তর : ক)
থাইল্যান্ড
৬৭. ‘এশিয়া
ওয়াচ’ কর্তৃক
সম্প্রতি উদঘাটিত
কোন অপরাধের
জন্য চীনের
বিরুদ্ধে যুক্তরাষ্ট্র
Special 301 প্রয়োগ করার
বিবেচনা করে?
ক) জুন
১৯৮৯-তে
তিয়ানমেন স্কোয়ারে
সংঘটিত ট্রাজেডি |
খ) জেলখানার
কয়েদীদের শ্রমে
উৎপাদিত দ্রব্য
রপ্তানি |
গ) পাকিস্তানের
কাছে মিসাইল
বিক্রি |
ঘ) আলজেরিয়ার
কাছে পারমাণবিক
যুদ্ধাস্ত্রের প্রযুক্তি
বিক্রি |
উত্তর : ক)
জুন ১৯৮৯-তে তিয়ানমেন স্কোয়ারে
সংঘটিত ট্রাজেডি
৬৮. এশিয়ার
অর্থনৈতিক উন্নয়নের
লক্ষ্যে নতুন
জোটগুলোর মধ্যে
কোনটিকে এস্ক্যাপ
(ESCAP) সবচেয়ে বেশি
উপযোগী বিবেচনা
করে?
ক) APEC |
খ) CREC |
গ) EAEG |
ঘ) ECC |
উত্তর : ক)
APEC
৬৯. জেনারেল
এগ্রিমেন্ট অন
ট্যারিফ এন্ড
ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী
সহায়ক সংস্থা
হিসেবে বর্তমানে
বিশ্ব বাণিজ্যের
কত অংশের
সমন্বয় সাধন
করে থাকে?
ক) প্রায়
৭৫% |
খ) প্রায়
৮০% |
গ) প্রায়
৮৫% |
ঘ) প্রায়
৯০% |
উত্তর : খ)
প্রায় ৮০%
ব্যাখ্যাঃ GATT গঠন
হয় ১৯৪৬
সালে। এর
নাম পরিবর্তন
করে ১৯৯৫
সালের ১লা
জানুয়ারী থেকে
WTO (World Trade Organization) নামকরণ করা হয়। ২০২১ সালের পহেলা মার্চে প্রথম আফ্রিকান এবং প্রথম নারী সপ্তম মহাপরিচালক পদে ডব্লিওটিও এর দ্বায়িত্বভার গ্রহণ করেছেন ২০২৫ সালের ৩১শে অগাস্ট এই পদের মেয়াদ পূর্ণ হবে।
৭০. মায়ানমারে
১৯৯০ সালের
মে মাসে
অনুষ্ঠিত সাধারণ
নির্বাচনে বিপুলভাবে
বিজয়ী হয়েও
কোন পার্টি
সামরিক জান্তার
কাছ থেকে
ক্ষমতা লাভ
করতে পারেনি?
ক) এন
ডি এল |
খ) এল
এন ডি |
গ) এন
এল ডি |
ঘ) বি
এস পি
পি |
উত্তর : গ)
এন এল
ডি
৭১. ১৯৯০
সালের কোন
তারিখে পূর্ব
ও পশ্চিম
জার্মানি পুনরায়
একত্রে একটি
রাষ্ট্র গঠন
করেছে?
ক) ২
অক্টোবর (সকালে)
|
খ) ২
অক্টোবর (মাঝরাতে) |
গ) ১
অক্টোবর (দুপুরে) |
ঘ) ৩
অক্টোবর (মাঝরাতে) |
উত্তর : ঘ)
৩ অক্টোবর
(মাঝরাতে)
৭২. ইউনিডো
(UNIDO) এর প্রধান
কার্যালয় কোথায়
অবস্থিত?
ক) টোকিও |
খ) প্যারিস |
গ) নিউইয়র্ক |
ঘ) ভিয়েনা |
উত্তর : ঘ)
ভিয়েনা
ব্যাখ্যাঃ United Nations Industrial Development Organization; সংক্ষেপে UNIDO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা শিল্পের উন্নয়নের মাধ্যমে দারিদ্র দূরীকরণ, সর্বব্যাপী বিশ্বায়ন ও পরিবেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করে থাকে। ১৯৬৬ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের অঙ্গসংস্থা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের তত্ত্বাবধানে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
৭৩. পি.এল.ও এর
ন্যাশনাল কাউন্সিল
কর্তৃক আন্ত
র্জাতিক শান্তি
সম্মেলন অনুষ্ঠানের
প্রস্তাব সম্পর্কে
১৯৮৮ সনে
জাতিসংঘ কোথায়
রিজুলিশন গ্রহণ
করে?
ক) নিউইয়র্ক |
খ) প্যারিস |
গ) জেনেভা |
ঘ) ভিয়েনা |
উত্তর : ক)
নিউইয়র্ক
৭৪. ‘International Institute on Aging' কোথায়
প্রতিষ্ঠিত হয়েছে?
ক) জেনেভা |
খ) প্যারিস |
গ) ভ্যালেটা |
ঘ) রোম |
উত্তর : গ)
ভ্যালেটা
৭৫. কখন
থেকে এশীয়
উন্নয়ন ব্যাংকের
লেনদেন শুরু
হয়?
ক) নভেম্বর
১৯৬৬ |
খ) ডিসেম্বর
১৯৬৬ |
গ) ডিসেম্বর
১৯৬৭ |
ঘ) জানুয়ারি
১৯৮৮ |
উত্তর : ক)
নভেম্বর ১৯৬৬
৭৬. কোন
দেশ প্রথম
ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ
গ্রহণ করেছিল?
ক) কুয়েত |
খ) নাইজেরিয়া |
গ) সৌদি
আরব |
ঘ) ভেনিজুয়েলা |
উত্তর : ঘ)
ভেনিজুয়েলা
ব্যাখ্যাঃ OPEC (organization of Petroleum
Exporting Countries) ১৯৬০ সালের
১৪ সেপ্টেম্বর
৫টি সদস্যদেশ
নিয়ে গঠিত
হয় যার
বর্তমান সদস্য
সংখ্যা ১৩।
সদরদপ্তর অস্ট্রিয়ার
রাজধানী ভিয়েনা
।
৭৭. প্রকৃতি
ও প্রাকৃতিক
সম্পদ সংরক্ষণ
সংস্থার প্রথম
অধিবেশন কোথায়
অনুষ্ঠিত হয়?
ক) জাপানের
নাগাসাকিতে |
খ) অস্ট্রেলিয়ার
ক্যানবেরার |
গ) রাশিয়ার
আশখাবাদে |
ঘ) কানাডার
ভেঙ্কুভারে |
উত্তর : গ)
রাশিয়ার আশখাবাদে
৭৮. জাতিসংঘের
কারিগরি সহায়তা
কার্যক্রম সংশ্লিষ্ট
বিভিন্ন তহবিল
ও সংস্থার
মধ্যে সমন্বয়ের
দ্বায়িত্ব পালনকারী
বিভাগের নাম
কী?
ক) UNDP |
খ) DTCD |
গ) UNFPA |
ঘ) UNEP |
উত্তর : ক)
UNDP
ব্যাখ্যাঃ UNDP (United Nations Development
Programme) ১৯৬৫ সালে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
প্রতিষ্ঠিত হয়।
৭৯. ১৯৯১
সনের উইম্বলডন
টেনিস প্রতিযোগিতায়
কে শিরোপা
লাভ করেন?
ক) মাইকেল
চ্যাং |
খ) জিন
ফিলিপস্ |
গ) মাইকেল
স্টিচ |
ঘ) জিমি
কেনোর্স |
উত্তর : গ)
মাইকেল স্টিচ
৮০. কোন
দেশটি 'আসিয়ান'
(ASEAN) জোটভুক্ত নয়?
ক) সিঙ্গাপুর |
খ) মালয়েশিয়া |
গ) থাইল্যান্ড |
ঘ) দক্ষিণ
কোরিয়া |
উত্তর : ঘ)
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যাঃ আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় এবং এর বর্তমান সদস্য সংখ্যা ১০।